প্রকাশিত: Sat, Dec 10, 2022 4:50 PM
আপডেট: Tue, Jul 1, 2025 7:35 PM

বাংলাদেশে ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন: পিটার হাস

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আমি বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সরকারী কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনগুলি তদন্ত করার এবং মত প্রকাশের মৌলিক স্বাধীনতা, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের সুরক্ষার জন্য আহ্বান জানাই। সেইসঙ্গে সকল বাংলাদেশিকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই।  শনিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে দেওয়া বার্তায় মার্কিন রাষ্ট্রদূত তার দেশের উদ্বেগ প্রকাশ করে সরকারের প্রতি এ আহবান জানান। পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ উভয় দেশেই এখনো অনেক কাজ বাকি। যুক্তরাষ্ট্র সর্বজনীন মানবাধিকারকে সমর্থন করা অব্যাহত রাখবে। আমরা স্বাধীনতাকামী ও মর্যাদার  দাবীদার ব্যক্তিদের সাথে সংহতি প্রকাশের পাশাপাশি নিজ দেশে আইনের অধীনে সাম্য ও সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাব। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের ঘাটতিগুলো সমাধানে ও আরো ভালো কিছু করার জন্য গুরুত্বসহকারে আমাদের দায়িত্ব পালন করব। আমরা আশা করি অন্য দেশগুলোও একইভাবে তাদের কাজগুলো করবে। মানবাধিকারের সর্বজনীনতার অর্থই হলো আমরা অবশ্যই নিজেদেরকেও একই মানদণ্ডের কাছে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকব।

 মানবাধিকার দিবস আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দেয় যে, আমাদের প্রত্যেকেরই মানবাধিকার সমুন্নত রাখার দায়িত্ব রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ